ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. ওবায়দুল (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত ওবায়দুল উপজেলার গোপালপুর গ্রামের হানিফ আলীর ছেলে।
রোববার (২৭ এপ্রিল) ভোরে মহেশপুর উপজেলার মধুপুর সীমান্ত সংলগ্ন ভারতের যাদবপুর গ্রামের ওপারে এ ঘটনা ঘটে। বিষয়টি বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আনসার-ভিডিপি কর্মকর্তার বরাত দিয়ে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের ওপার থেকে গুলির শব্দ শুনে তারা ছুটে যান। পরে সীমান্তের কাছাকাছি ভারতীয় অংশে একটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর নিশ্চিত হওয়া যায়, ওই যুবক বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন।
আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, নিহত ওবায়দুল মাদক চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। রোববার ভোরে ফেনসিডিলসহ ভারতীয় এলাকায় প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।