সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরিয়া কান্দি পাড়া গ্রামে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে একই পরিবারের দুই সদস্য বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আদালতে হাজির করলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, আটক দুজন হলেন—জোদু ফকিরের ছেলে জোমসের ফকির (৬৫) ও তাঁর ছেলে আনারুল ইসলাম মুক্তা ফকির (৩৫)। ভুক্তভোগী নারী গত পাঁচ বছর ধরে তাঁদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, বাবা ও ছেলের যৌন নির্যাতনের ফলে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।
ঘটনার পর ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় দুটি পৃথক মামলা দায়ের করেন। পুলিশ মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।